বৃষ্টি ও উজানের ঢলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতায় যশোরের মনিরামপুর উপজেলার ভবদহ বিলপাড়ের হাজারো মানুষ রাস্তার উপর ঠাঁই নিয়েছে। এসব মানুষদের রাস্তার উপর টংঘর বানিয়ে গবাদি পশুর সাথে বসবাস করতে হচ্ছে।
এদিকে, টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের সাথে গো খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রাকৃতিক কাজ সারতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ভুক্তভোগী। এককথায় জলাবদ্ধতায় কারণে ভবদহ বিলপাড়ের ৮০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
আরও পড়ুন: প্রবল বর্ষণে ঝিনাইদহে জলাবদ্ধতা, তলিয়ে গেছে ২০ চাতাল
মনিরামপুর উপজেলার সুজাতপুর, বাজেকুলটিয়া, হাটগাছাসহ একাধিক গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই সব এলাকার অধিকাংশ বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত ঘরবাড়ি হারা এসব ভুক্তভোগী মানুষ মনিরামপুর ও নওয়াপাড়া সড়কের হাটগাছা এলাকার সড়কের উপর টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন। সচ্ছ পরিবারগুলো যাতায়াতের জন্য বাড়ির উঠানে বাঁশের সাঁকো বানিয়ে নিলোও অসচ্ছল পরিবারগুলো রাস্তার উপর টংঘর বানিয়ে গৃহপালিত পশুর সাথে দিন পার করছে। একপাশে থাকছে গরু-ছাগল আরেকপাশে চৌকি বানিয়ে রাতযাপন করছেন তারা। সেখানেই চলছে খাওয়া দাওয়া।
আরও পড়ুন: রানীনগরে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে কয়েক গ্রামের মানুষ